• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

দিনাজপুরে জীবনের নিরাপত্তা চেয়ে একাই ফেস্টুন হাতে সোমা 

প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২১  

হাতে ফেস্টুন নিয়ে একা দাঁড়িয়ে আছেন এক নারী। ফেস্টুনে লেখা ‘জীবনের নিরাপত্তা চাই, ফরিদুল ও তার লেলিয়ে দেওয়া সন্ত্রাসী বাহিনির বিচার চাই’।

সোমবার দুপুরে দিনাজপুর প্রেসক্লাবের সামনে স্বামীর নির্যাতিতে শিকার হয়ে একাই অবস্থান কর্মসূচী পালন করেছেন স্ত্রী নুর নাহার সোমা। 

ধর্মান্তরিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করার পর নাম রাখেন নুর নাহার সোমা। ২০১৪ সালে বাবা মাকে ত্যাগ করে দিনাজপুরের পুলহাট দক্ষিণ কসবা গ্রামের নুরুল ইসলামের ছেলে ফরিদুল ইসলামকে বিয়ে করেন সোমা। নুরনাহার সোমা ও ফরিদুল ইসলামের সংসার জীবনে একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে। 

সোমা অভিযোগ করে বলেন, হিন্দু ধর্ম ত্যাগ করে সুখের সংসারের আশায় ভালবেসে বিয়ে করেন ফরিদুলকে। কিন্তু স্বামীর বাড়ি যাওয়ার পর দেখতে পাই তার আরো দুজন স্ত্রী আছে। তারপরও বিষয়টিকে ভাগ্যের নির্মম পরিহাস মেনে নিয়েছিলাম। কিন্তু ফরিদুল আমাকে রেখে আরো একটি মেয়েকে বিয়ে করে। এতে করে সংসারের নেমে আসে দুর্ভোগ। আমার ওপর শুরু হয় অমানবিক নির্যাতন। এক পর্যায়ে আমাকে যৌতুকের জন্য শারীরিকভাবে নির্যাতন করে। আমি নিরুপায় হয়ে দিনাজপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করি। বর্তমানে মামলাটি বিচারাধীন রয়েছে। 

তিনি আরো বলেন, চলতি মাসের ১২ ডিসেম্বর আমার মামলার তারিখ ছিল। আমি ওই দিন সাক্ষীকে নিয়ে আদালতে উপস্থিত হই। এ সময় ফরিদুলের সন্ত্রাসী বাহিনী আমাদের ওপর হামলা চালায়। ওই দিনের পর থেকে প্রতিনিয়ত আমাকে হত্যার হুমকি দিচ্ছেন ফরিদুল। তার সন্ত্রাসীদের হাত থেকে রক্ষার জন্য আজকে জীবন বাজি রেখে দিনাজপুর প্রেসক্লাবের সামনে অবস্থান করি। এখানেও আমাকে হামলা করার জন্য তার লোকেরা ধাওয়া করেছে। প্রধানমন্ত্রীর নিকট এ দুশ্চরিত্র ফরিদুলের শাস্তি দাবি করছি। আমি আমার জীবনে নিরাপত্তা প্রত্যাশা করছি।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –